প্রিয় দর্শক বন্ধুরা – আসসালামু আলাইকুম। ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকার আর্টিকেল টি তে আপনাকে জানায় স্বাগতম। আপনি কি ট্রেনে দিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতে চাচ্ছেন অথবা যাওয়ার কথা চিন্তা করছেন তাহলে আপনি সঠিক জায়গাতে আসছেন। আজকের এই আর্টিকেল টি তে এই সম্পর্কে পুরো গাঈড লাইন দিবো।
পড়ুনঃ ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২৫
ঢাকা থেকে কুমিল্লা অন্যান্য যানবাহন দিয়ে যাতায়াত করা যায় কিন্তু অধিকাংশ যাত্রীরা নিরাপদে যাতায়াত করার জন্য ট্রেন দিয়ে চলাচল করে থাকে। অন্যান্য যানবাহনের থেকে ট্রেন যাত্রা অনেক আরামদায়ক এবং সাশ্রয়ী হয়ে থাকে। আজকের এই আর্টিকেলটিতে ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবেন।
দেখুনঃ ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু কুমিল্লা একটি ব্যস্ততম রেলপথ এই রোডে প্রতিদিন আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করে থাকে। এই রুটে চলাচল করার জন্য অবশ্যই ট্রেনের সময়সূচী যারা খুবই গুরুত্বপূর্ণ। নিচে টেবিল আকারে ঢাকা টু কুমিল্লা আন্তঃনগর ট্রেনগুলো সময়সূচী দেওয়া হলো:
| আন্তঃনগর/কমিউটার ট্রেনের নামের তালিকা | ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
| মহানগর প্রভাতী এক্সপ্রেস | সকাল ৭:৪৫ মিনিটে | বেলা ১১:০১ মিনিটে | নাই |
| উপকূল এক্সপ্রেস | বিকাল ৩:২০ মিনিটে | সন্ধ্যা ৭:০১ মিনিটে | বুধবার |
| মহানগর এক্সপ্রেস | রাত ৯:২০ মিনিটে | রাত ১২:৪৭ মিনিটে | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস | রাত ১১:৩০ মিনিটে | রাত ৩:২০ মিনিটে | নাই |
| কুমিল্লা কমিউটার | সকাল ৫:১০ মিনিটে | দুপুর ১২:৩৫ মিনিটে | মঙ্গলবার |
ঢাকা টু কুমিল্লা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু কুমিল্লা রোডে আন্তঃনগর ট্রেন চলার পাশাপাশি মেইল এক্সপ্রেস, কম্পিউটার ট্রেন ও চলাচল করে থাকে। এই ট্রেনগুলো আন্তঃনগর ট্রেনগুলোর থেকে ভাড়ার দিক থেকেও অনেক কম এছাড়াও এই ট্রেনগুলো প্রায় প্রতিটি স্টেশনে বিরতি দিয়ে থাকে।
| মেইল ট্রেনের নামের তালিকা | ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
| ঢাকা মেইল | রাত ১:৩০ মিনিটে | সকাল ৭:৫৮ মিনিটে | নাই |
| কর্ণফুলী এক্সপ্রেস মেইল | দুপুর ১:৩০ মিনিটে | সন্ধ্যা ৭:৫৪ মিনিটে | নাই |
| ঢাকা এক্সপ্রেস মেইল | রাত ১১:৩০ মিনিটে | সকাল ৬:৪০ মিনিটে | নাই |
| চট্টলা এক্সপ্রেস মেইল | দুপুর ১:৩০ টা | বিকাল ৫:০৫ মিনিটে | মঙ্গলবার |
নোট: আমাদের এই আর্টিকেলের তথ্য গুলো অনলাইন থেকে সংগ্রহ করা। যদি কোথাও কোন ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব।
অন্য পোষ্টঃ জামালপুর টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২৫
বর্তমান সময়ে অনেকেই ঢাকা টু কুমিল্লা মেইল এক্সপ্রেস কিংবা কমিউটার ট্রেন দিয়ে চলাচল করতে চাই অথবা ট্রেনের সময়সূচী সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চাচ্ছে অথবা অনুসন্ধান করছে। নিচে টেবিল আকারে ঢাকা টু কুমিল্লা মেইল এক্সপ্রেস কিংবা কমিউটার ট্রেনের নাম, সময় ও ছুটির দিনসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হল:
ঢাকা টু কুমিল্লা ট্রেনের টিকিটের মূল্য ২০২৫
বর্তমান সময়ে ঢাকা থেকে অনেক যাত্রী প্রতিদিন কুমিল্লার উদ্দেশ্যে ট্রেন দিয়ে যাতায়াত করে থাকে আবার অনেকেই যাতায়াত করার কথা ভাবছেন কিন্তু সঠিক ভাড়ার তালিকা কিংবা টিকিটের মূল্য জানা নেই। আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
নিকটস্থ স্থানীয় কোন স্টেশন থেকে ভাড়ার তালিকা জানা যায় কিংবা হাতে থাকা স্মার্টফোনের রেল সেবা অ্যাপস এর মাধ্যমে ভাড়ার তালিকা জানা যায় এছাড়াও টিকিট ক্রয় করা যায়।
নিচে টেবিল আকারে ঢাকা টু কুমিল্লা ট্রেনের ভাড়ার তালিকা সহ বিস্তারিত তথ্য দেওয়া হলো:
| ট্রেনের আসনের নাম | টিকিটের মূল্য |
| শোভন চেয়ার | ২২৫ টাকা |
| প্রথম আসনের | ৩৪৫ টাকা |
| প্রথম বার্থ | ৫১৮ টাকা |
| স্নিগ্ধা | ৪০৫ টাকা |
| এসি ভাড়া | ৫১৮ টাকা |
| এসি বার্থ | ৭৭৭ টাকা |
শেষ কথা
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য সম্পর্কে এই আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না।